প্রকাশিত: Thu, Jan 19, 2023 3:53 PM
আপডেট: Sat, May 10, 2025 2:02 PM

অবিদ্যা, অশিক্ষা, কুশিক্ষা গ্রাস করেছে বাংলাদেশকে!

রাজিক হাসান

শহরবাসী বাংলাদেশিরা এখন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে, টারান্টীনোর মুভি বা গেম অফ থ্রোন্স নিয়ে ফ্যানা তোলা আড্ডা দেয়, ইউরোপ-আমেরিকায় পিএইচডি করতে যায়। উপমহাদেশের একমাত্র জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’ মুক্তিযুদ্ধ করে বাঙালি মুসলমানই প্রতিষ্ঠা করেছে। কিন্তু এতোকিছুর পরেও যেটা ঢাকা শহর পারেনা সেটা হলো তাদের একিউট সংস্কৃতিহীনতা। অন্ন সংস্থান করে না এমন কোনো জটিল বিষয়ে সে মাথা ঘামাবেই না।

পরিবারে তবলা/সেতার বাজানো ভাইটি অনৈসলামিক কাজ করছে বলে নিগৃহীত হতে হতে একসময় তওবা করে দ্বীনের পথে আসবে, একইভাবে নায়ক, নায়িকা বা গায়ক গায়িকা শেষ বয়সে তওবা করে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। এক্সক্লুসিভভাবে হুমায়ূন আহমেদ এর পাঠকটি ‘ভাই আমি অন্য কারো বই বুঝি না, পড়তে ভাল লাগেনা, আমি ভাই আঁতেল না’  বলে অজ্ঞাত কারণে শ্লাঘাবোধ করবে। কোনো বিষয়েই গভীরে গিয়ে চিন্তা করতে চায়না বাঙালি মুসলমান। 

এ সমাজে তাই দিনরাত নানা কনস্পিরেসি থিউরি বাজার পায়, সোশ্যাল মিডিয়ায় চতুর পাঁকাল মাছের যা ইচ্ছে তাই খাওয়ায় তার কয়েক হাজার ফলোয়ার মূর্খকে এবং এ সমাজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেতারবাদক, বাউল সাধক খুন হন অবলীলায়। বাঙালি মুসলমানের এই জ্ঞান নেই যে তাঁরা প্রায় আদ্যন্ত একটা সংস্কৃতিহীন জাত। উত্তর ভারতে যেখানে কয়েকশ বছরের মুঘল দরবারের স্পন্সরে দরবারী মুসলমানী সংস্কৃতির শৌর্যে হিন্দুরা কোণঠাসা হয়ে পড়েছিল। হিন্দু প্রতিভাবানদের কনভার্ট হওয়া, ফরেইন এলিমেন্ট ইনফিউজ করা, রাজশক্তি ঠিকঠাক ব্যবহার করাসহ নানা ধাপে

হিন্দুদের কবিতা, ভাষা, শাস্ত্রীয় সংগীত, স্থাপত্য সবকিছুর দখল নিয়ে নিয়েছিল প্রতিভাবান উত্তরভারতীয় মুসলমান সম্প্রদায়। যে কারণে বলিউড উত্তর ভারতের মুসলমান সংস্কৃতিকে এপ্রিসিয়েট করেছে সবসময়। এদিকে বাঙালি মুসলমান? যেকোনো মুক্তচিন্তার সংস্কৃতিবান মানুষ বাঙালি মুসলমান সমাজে বিচ্ছিন্ন হবেই, এমনটাই এই সমাজ। অবিদ্যা, অশিক্ষা, কুশিক্ষা গ্রাস করেছে আস্ত বাংলাদেশকে। ফেসবুক থেকে